প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা

আমাদের ভারত, ৬ মে: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী মহিলা কুস্তিগীরদের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শনিবার।

বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে একজন নাবালিকা-সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এদিন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়, “মোদী সরকার ২০২৩-এর জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযোগকারীদের। যা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে শুরু হয়েছে প্রতিবাদ। রবিবার পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের এসকেএম-এর বেশ কয়েকজন সিনিয়র নেতা, শত শত কৃষকদের সঙ্গে, আবারও ওই স্থান পরিদর্শন করে কুস্তিগীরদের সর্বাত্মক সমর্থন জানাবেন।

এসকেএম নেতারা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের যেমন দিল্লির পুলিশ কমিশনার, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডেপুটেশনে নেতৃত্ব দেবেন এবং ব্রিজভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবি করবেন।

১১ থেকে ১৮ মে পর্যন্ত, ভারতের সমস্ত রাজ্যের রাজধানী, জেলা সদর দফতর এবং তালুক সদর দফতরে একটি সর্বভারতীয় আন্দোলন কর্মসূচি-সহ জনসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। ব্রিজভূষণ শরণ সিং এবং তাঁর সমর্থিত বিজেপি কেন্দ্রীয় সরকারের কুশপুত্তলিকা পোড়ানো হবে।

মনে রাখতে হবে যে, ৩০ এপ্রিল ২০২৩-এ অনুষ্ঠিত এসকেএম-এর জাতীয় সভা দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে ভারতের প্রতিবাদী মহিলা কুস্তিগীরদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছিল এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *