নওশাদ সিদ্দিকির গ্রেফতারি অন্যায়, প্রতিবাদে সরব বিজেপির রাজ্য সভাপতি

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: এবার বিজেপিও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের প্রতিবাদ জানালো।ভাঙড়ের বিধায়কের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। নওশাদের গ্রেফতারি নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, “বিজেপির সঙ্গে আইএসএফের কয়েক যোজন দূরত্ব রয়েছে। রাজনৈতিকভাবে ওদের সঙ্গে বিজেপির কোনও মিল নেই। তবে একজন বিধায়ককে যেভাবে গ্রেফতার করা হয়েছে সেটা অন্যায়।” একই সঙ্গে নওশাদের মুক্তি চেয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার মিছিল প্রসঙ্গে সুকান্ত বলেন, “গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবার রয়েছে।”

শনিবার ধর্মতলার সভা করতে এসে গ্রেপ্তার হয়েছেন ভাঙড়ের বিধায়ক। তারপর থেকেই ভাঙড় উত্তপ্ত। প্রায় প্রতিদিনই সেখানে চলছে নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি। এর বিরোধিতা করেছেন তৃণমূলের আরাবুল ইসলাম ও তার বাহিনী। বুধবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মঞ্চের নামে আইএসএফ যে মিছিল করে তাতে তৃণমূল এবং বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে একজোট হবার বার্তা দেওয়া হয়েছিল। তারপরও আইএসএফ বিধায়কের মুক্তির দাবিতে হুগলি সিঙ্গুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভাঙড়েরে বিধায়ক নওশাদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে ধিক্কার মিছিল হয়। সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা। থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় সংখ্যালঘু মোর্চার তরফে।

এর আগে নওশাদের গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। ২০২১ সালে বিধানসভা ভোটে আইএসএফের সাথে জোট করে ভোটযুদ্ধে নেমেছিল সিপিএম।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here