বাংলা চলচ্চিত্রের অর্ধশতক, ‘গৌরব, সন্ধ‍্যা’র সাক্ষী থাকবে নজরুল মঞ্চ

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ৬ মার্চ: ‘বিল্বমঙ্গল’-এর যুগ থেকে দেবকী বসু, প্রমথেশ বড়ুয়া, উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, জিৎ, দেব, হিরণদের জমানা- বাংলা সিনেমা নির্বাক থেকে সবাক হয়ে আধুনিকতম হতে শতবর্ষ পার করে দিয়েছে। যেখান থেকে গোড়ার দিকে তাকালে ১৯১৯-এ মুক্তি পাওয়া ‘বিল্বমঙ্গল’কে যাদুঘরে রাখা কোনও প্রত্নতাত্ত্বিক নিদর্শন মনে হতে বাধ‍্য।

তার মধ‍্যে রুস্তমজি ধোতিওয়ালা, গওহরজান-যুগ চিরনির্বাসনে পৌঁছে যায় বাংলা সিনেমার উত্তম-অধ‍্যায়ে। অর্ধশতাব্দী থেকে শুরু হওয়া বাংলা সিনেমার সেই স্বর্ণযুগ এবং সমকালীন ও আশপাশের পল্লবিত বাংলা সিনেমার নানা গৌরবময় অধ‍্যায় পুরস্কারের ছোঁয়ায় ২৯ মার্চ জীবন্ত হয়ে উঠবে নজরুল মঞ্চে। উদ‍্যোক্তা, ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার ডিরেক্টরস অ‍্যাসোসিয়েশন।’

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে আসন্ন সেই ‘গৌরব সন্ধ‍্যা’র ঘোষণা করলেন বিশিষ্টরা। উপস্থিত ছিলেন সন্দীপ রায়, মাধবী মুখোপাধ‍্যায়, প্রভাত রায়-সহ বাংলা সিনেমার দিকপালরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here