শ্রীনগরে রাহুলের পতাকা উত্তোলনের কৃতিত্ব এনডিএ-র, দাবি তথাগতর

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ৩০ জানুয়ারি: শ্রীনগরের ঐতিহাসিক লাল চকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এনডিএ-কেই এর কৃতিত্ব দিতে চান প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

রাহুল এবং যোগেন্দ্র যাদব এই পতাকা উত্তোলনের কৃতিত্ব কংগ্রেসের বলে দাবি করেছেন। তার প্রেক্ষিতে জনৈক হিন্দুত্ববাদী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেবপ্রতীম ঘটক সোমবার টুইটারে কাদের খানের ছবি এবং একটি উক্তি যুক্ত করে লিখেছেন, “সত্যি বলতে রাহুল এবং যোগেন্দ্র যাদব উভয়েই কাশ্মীর পরিস্থিতির প্রশংসা না করেই মোদীজির প্রশংসা করছেন। কাদের খানের এই সংলাপের কথা মনে করিয়ে দিলেন।”

সোমবার দেবপ্রতীমবাবুর টুইট পুনরায় ট্যুইট করে তথাগতবাবু লেখেন, “রাহুল গান্ধী শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলন করতে পারছেন কারণ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গত আট বছরে সংবিধানের ৩৭০ ধারা অবলোপ করে দেওয়ার জন্য কাজ করেছে। ১৯৮০-র দশকে কংগ্রেস যা করেছিল তার সাথে তুলনা করুন! আর ১৯৯৩ সালে পতাকা উত্তোলন করে ডঃ মুরলি মনোহর যোশী কী সাহস দেখিয়েছিলেন!“

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর দক্ষিণ ভারতের সবথেকে শেষ প্রান্ত কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তামিল নাড়ু থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হয় ৩০ জানুয়ারী শ্রীনগরে। সোমবারই ছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অন্তিম দিন। তার আগে রবিবার শ্রীনগরের ঐতিহাসিক লালচকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এনিয়ে ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই পতাকা উত্তোলনের অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *