দুর্গাপুরে আইওসির বটলিং প্ল্যান্টে এনডিআরএফের মহড়া

জয় লাহা, দুর্গাপুর, ২৪ নভেম্বর: গ্যাস বটলিংয়ের সময় আচমকা আগুন লাগলে তার কিভাবে মোকাবিলা করা হয়, তা হাতে কলমে মহড়া দিয়ে দেখাল এনডিআরএফ। বুধবার দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টে ছিল এনডিআরএফের মহড়া। এদিন দুপুরে মহড়া শুরু হয়।

কৃত্রিম উপায়ে গ্যাস বটলিংয়ের সময় আগুন ধরে যায়। আগুন লাগার পরই প্ল্যান্টের কর্মীদের কর্তব্য মতো স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক চালু করা হয়। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও এনডিআরএফকে। সেই মত দমকলকর্মীরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছায়। একই সঙ্গে এনডিআরএফের প্রতিনিধি দলও পৌঁছায়। জল ও ফোম দিয়ে নেভানো হয় আগুন। যদি কোন কর্মী অসুস্থ হয়ে পড়ে তাকে যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে উদ্ধার করে প্ল্যান্টে প্রাথমিক চিকিৎসা করানো হয়। সেই সবই এদিন মহড়া দিয়ে দেখানো হয়।

এদিনের মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলার এডিএম অভিজিৎ তুকারাম সাওয়েলে, ইন্ডিয়ান অয়েলের গ্যাস বটলিং প্ল্যান্টের (ডিজিএম) ইনচার্জ কৌশিক সাহা,  দুর্গাপুরের মহকুমাশাসক শেখর চৌধুরী, এনডিআরএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শশীদেও প্রসাদ প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *