টিকা নেওয়ার পরেও শরীরে অ্যান্ডিবডি তৈরি হয়নি, বুস্টার ডোজের ভাবনা চিন্তা করছে আইসিএমআর

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: করোনার মতো মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র টিকাকরণ। আর সেই টিকাদানের কাজ মত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাইছে সরকার। কিন্তু এর মধ্যেই উঠে এসেছে আর এক রিপোর্ট। দেখা গেছে কোভিড টিকার দুটো ডোজ নেওয়ার পরেও বহু ক্ষেত্রেই শরীরে তৈরি হয়নি অ্যান্টিবডি। রিপোর্টে প্রকাশ করা হয়েছে প্রায় ২০ শতাংশ টিকা গ্রহণকারীর শরীরে তৈরি হয়নি অ্যান্টিবডি। ফলে পরিস্থিতি বিচার করে তাদের বুস্টার ডোজ দেওয়ার কথা ভাবছে আইসিএমআর।

সম্প্রতি ভুবনেশ্বরে একটি গবেষণা প্রতিষ্ঠান সদস্যদের ওপর একটি সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যায় কোভিডের দুটি টিকা নেওয়ার পরেও ২৩ শতাংশ মানুষের শরীরে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি। ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ লাইফ সাইন্সের ডিরেক্টর অজয় পারিদা বলেছেন, কিছু কিছু করোনা আক্রান্তের শরীরের ৩০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত অ্যান্টি বডির উপস্থিতি দেখা গিয়েছে। কিন্তু টিকা নিয়েছেন এমন ব্যাক্তি শরীরে ৫০ শতাংশেরও কম অ্যান্টিবডি। যদি অ্যান্টিবডির পরিমাণ যদি ৬০ থেকে ১০০ শতাংশের মধ্যে হয় তাহলে আমরা সেই ব্যক্তিকে অ্যান্টিবডি পজিটিভ বলতে পারি। ফলে এইরকম ক্ষেত্রগুলিতে বুস্টার ডোজের কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে শনিবার পর্যন্ত ৭৩.৭৩ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *