
আমাদের ভারত, হাওড়া, ৪ মার্চ: অবহেলিত উপেক্ষিত শহিদ ক্ষুদিরাম বসু নামাঙ্কিত বেদী। বালির একটি দুই রাস্তার সংযোগস্থলে এক সময়ে অত্যন্ত শ্রদ্ধায় যে
বেদীটি স্থাপিত হয়েছিল। স্থানীয় ইমারতি ব্যবসায়ীর সৌজন্যে সেটি এতদিন সেই ব্যবসায়ীর ফেলা ইট বালি পাথরের নীচে চাপা পড়েছিল। দু’দিন আগে সেটা লোকের সামনে আসার পরে এই নিয়ে জনমানষে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যদিও সেটি এখনো সেই অবস্থাতেই ওখানেই পড়ে আছে। মানুষ চাইছে তাকে যথার্থ সম্মান দিয়ে পুনরায় স্থাপন করা হোক।