আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জানুয়ারি: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস উপলক্ষ্যে ২৩শে জানুয়ারি দিনটি পালিত হল কেশিয়াড়ীর ব্লকের কানপুরে। শনিবার বীরসামুন্ডা স্মৃতি শিক্ষা নিকেতন ও কথাবলা মনযোগ পঠন পাঠন কেন্দ্রের পক্ষ থেকে প্রফাতফেরীর আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রভাতফেরী শুরু হয়ে সারা গ্রাম পরিক্রমা করে ফের বিদ্যালয়ে এসে শেষ হয়। নেতাজীর ছবি হাতে ছাত্র ছাত্রীরা পথে হাঁটে। সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা। বিদ্যালয়স্থিত বিদ্যাসাগর ও বিরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে একটি সভার আয়োজন করা হয়। সভায় সুভাষচন্দ্র বসুর জীবনের নানান দিক নিয়ে আলোচনা হয় এদিন। সারাবছরই নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। এদিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রীকুমার সার, মুকেশ সাউ, অষ্টমী সিং, শিউলী বেরা, পরেশ বেরা সহ আরও অনেকে।