
আমাদের ভারত, ৮ মার্চ: অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রাকে ভিত্তি করে ছড়া লিখেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ‘অনুমাধব ৩’ নামে সেই ভিডিও মঙ্গলবার রাতেই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বুধবার বেলা পৌনে তিনটেয় সেটির দর্শক সংখ্যা হয়েছে ১ লক্ষ ৫ হাজারের ওপর। পাল্টা হিসাবে রুদ্রনীলের নাম না করে তাঁকে উদ্দেশ্য করে একটি ছড়া লিখেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। কিন্তু নেটনাগরিকদের তোপে বিদ্ধ হয়েছেন কুনাল।
কুনালের ভিডিওর প্রেক্ষিতে শুভ্রাশিস দাস লিখেছেন, “দাদা এটা কি আপনি জেলে শিখেছেন?” গৌতম দাস লিখেছেন, “তৃণমূল আর চটি চাটা ড্যামেজ কন্ট্রোলার আনন্দের মুখপাত্র হলো কুনাল, চোর চোরের দুঃখটাই বুঝবে এটাই স্বাভাবিক, কুনাল কেষ্টার দুঃখ বোঝে”। বিশ্বজিৎ দে লিখেছেন, “তার মানে ছিনাল ঘোষ নিজের মুখেই স্বীকার করলো যে তোলামূল কোম্পানি নিজের দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের অবৈধভাবে সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করতে দেয়? অর্থাৎ তোলামূল একটি দুর্নীতিবাজ দল এটা ছিনাল ঘোষ নিজের মুখেই স্বীকার করছে। বাহঃ!”
কৃষ্ণগোপাল চক্রবর্তী লিখেছেন, “নিজেই তো একটা কার্টুন।“ বাবুন ব্যানার্জি লিখেছেন, “জানিনা কেন আপনার মুখ দেখলেই ঘেন্না লাগে।” সুগত দত্ত লিখেছেন, “চোর কুণাল কি তিহাড় যাবে?” গৌতম বাগুই লিখেছেন, “সারদায় সবচেয়ে বড় সুবিধাভোগী আজ ওনার অনুপ্রেরণা”। অতনু দেব লিখেছেন, “এই উইকেটটা কবে পড়বে কে জানে?“ সৈকত মাইতি লিখেছেন, “চোর।”