গোটা দেশে ফ্রিতে রেশন, বেকারদের চাকরির আশ্বাসে তৃণমূলনেত্রীকে ট্রোল নেটিজেনদের

বিশেষ সংবাদদাতা, কলকাতা, ২১ জুলাই: বুধবার তৃণমূলের ২১ জুলাই উদযাপনের ভাষণে তৃণমূলনেত্রী ঘোষণা করেছেন, “আমরা ক্ষমতায় এলে গোটা দেশে ফ্রিতে রেশন দেবো, বেকারদের চাকরি হবে।“

একটি বাংলা সংবাদচ্যানেল খবরটির ভিডিও ফেসফুকে পোস্ট করার পর দ্রুত ছড়িয়ে পড়ে সেটি। ১৮ মিনিটের মধ্যে লাইক, মন্তব্য ও শেয়ার হয় যথাক্রমে ৮৪১, ১৪৫ ও ২৫। অধিকাংশেরই তোপ তৃণমূলনেত্রীর বিরুদ্ধে। অনিমেষ বিশ্বাস লিখেছেন, “ঢপের চপ বাংলা ছাড়া আর কোনও রাজ‍্য খাবে না। আপনার আমলে পঞ্চায়েত মেম্বার থেকে কমিশনার কোটিপতি হলো কি করে?“

সুজিত দত্ত লিখেছেন, “এ ফ্রি পলিটিক্স ছাড়া কিছু বোঝেই না।“ শৌভিক ভট্টাচার্য লিখেছেন, “নিজের রাজ্যের হালটা দেখুন আগে।“ অভিজিৎ মন্ডল লিখেছেন, “রাজ্যের বাইরে গেলে এরা বুঝতে পারবে, এদের মানুষ কত ভালোবাসে।“ শেখ নূর আলম লিখেছেন, “২২ টা সাংসদ নিয়ে এতোটা বাড়াবাড়ি ভালো নয়।“

আকিব ইসলাম লিখেছেন, “মুখে একটু চাকরির কথা বলুন তো….. সব সময় রেশন রেশন… যাতা একেবারে..।“ অশোক কুমার লিখেছেন, “নীতি আদর্শের তো বালাই নেই। শুধু দানছত্রের কথা। তোমার মতো বহিরাগতের কথা শুনবে কেন ভারতবাসী?“

শুচিষ্মিতা দাস লিখেছেন, “এটা কিন্তু কুঁজোর চিৎ হয়ে শোওয়ার‌ ইচ্ছের মতো শোনালো। এখনও পশ্চিমবঙ্গেই ১০০% মানুষ রেশন পায় না। চিকিৎসার কথা বাদই দিলাম। তায় আবার সারা দেশের মানুষের চিন্তা নিয়ে বসে আছেন।“ তুষার বাগচি লিখেছেন, “বেকার দূর করুন, ফ্রি রেশন নেবো না।“
সুজিত পোদ্দার লিখেছেন, “বিচার ব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। বিচারের শেষ অঙ্ক অতি সত্তর উজ্জ্বল ভাবেই বাংলার জনগন দেখতে পাবে।”

মনোজ দেবনাথ লিখেছেন, “উনাকে পশ্চিমবাংলাতেই মানায়, কারণ পশ্চিম বাংলায় উনার সমমানের অন্য কোনও নেতা নাই। সারা দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে উনার জন্য। আর সে স্বপ্ন পূরণ করতে হলে পশ্চিমবঙ্গে অভুতপূর্ব পরিবর্তন করে দেখাতে হবে যা উনি এতদিন ক্ষমতায় থেকেও পারেননি। আগামীতেও পারবেন না।“

আবীর সাহা লিখেছেন, “সারা দেশের জনগণ ভিক্ষা চায় না কাজ করে, রোজকার করে স্বাধীন ভাবে বাঁচতে চায়। আপনি এখানেই ভুল করে ফেললেন, বাঙালির মতো সারা ভারতবাসীকে মেরুদন্ডহীন আর ভিক্ষুক মনে করে আত্মঘাতী গোল দিলেন, তাঁদের সম্মানে আঘাত দিলেন।“

One thought on “গোটা দেশে ফ্রিতে রেশন, বেকারদের চাকরির আশ্বাসে তৃণমূলনেত্রীকে ট্রোল নেটিজেনদের

  1. বুদ্ধিজিবি নোই আমি মেধাজীবী says:

    ভিক্ষা আমাদের ভিত্তি, ভাতা আমাদের ভভিষ্যৎ এই মেসেজ তা এই বার সারা দেশে ছড়িয়ে দিতে চান মাননীয়া, দেখা যাক দেশের লোক এই চালাকি এর ফাঁদ এ পরে কিনা 😅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *