১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ, গাইডলাইন জানিয়ে নির্দেশিকা ইউজিসির

রাজেন রায়, কলকাতা, ১৭ জুলাই: করোনা পরবর্তী সময়ে আর যাতে কোনওভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা আটকে না থাকে, তার জন্য কিছুদিন আগেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে কিভাবে করতে হবে, তা বিস্তারিত জানিয়ে দিয়েছিল উচ্চ শিক্ষা দপ্তর। এবার ইউজিসি ও পরিষ্কারভাবে জানিয়ে দিল, ১ অক্টোবর থেকেই শুরু করতে হবে আগামী নতুন শিক্ষাবর্ষ। একইসঙ্গে ইউজিসি জানিয়েছে, সব বোর্ডকে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।

এর আগের বিজ্ঞপ্তিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশিকা জারি করে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার নতুন শিক্ষাবর্ষ চালু করার পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষার সূচি তৈরি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে ইউজিসি জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য নির্দিষ্ট সূচি তৈরি করে দেওয়া হল। কিন্তু কি কি ছিল সেই গাইডলাইনে, গাইডলাইনে বলা হয়েছে-

১. অনলাইন হোক বা অফলাইন, চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে আগস্টের মধ্যে।

২. অফলাইন ক্লাসের ক্ষেত্রে শারীরিক দূরত্ব সহ করোনা সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মানতে হবে।

৩. ২০২১-২২ সালের শিক্ষাবর্ষ শুরু করা যাবে অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই।

৪. শিক্ষাবর্ষে পরীক্ষা বা সেমিস্টার কবে নেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কতদিন ছুটি থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। 

৫. ২০২১-২২ শিক্ষাবর্ষ শেষ করতে হবে ৩১ জুলাই ২০২২ সালের মধ্যে। 

৬. ১ অগাস্ট ২০২২-এর  মধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে হবে। 

৭. যদি কোনও কারণে ফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে শিক্ষাবর্ষ শুরু করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখে।  

৮. করোনা পরিস্থিতিতে কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর যদি তা বাতিল করে, তবে তাঁকে ভর্তির পুরো টাকা ফেরত দিতে হবে। 

এই গাইডলাইন স্নাতক স্তরের প্রথম বর্ষ এবং স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও প্রযোজ্য। এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *