চাকরিতে বয়সের ছাড় দেওয়ার হতে পারে উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদেরও

আমাদের ভারত,৮ ফেব্রুয়ারি:আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষ চাকরিতে বয়সের ছাড় পেতে পারেন। সূত্রের খবর সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের তরফে বিষয়টি নিয়ে কর্মচারী মন্ত্রকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে এসসি, এসটি, ওবিসিদের মত সাধারন বিভাগের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্যেও সরকারি চাকরিতে বয়সের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

তবে এই বিষয়টি কতটা কার্যকরী হবে তা নির্ভর করছে কর্মচারী মন্ত্রকের ওপর। জানা গেছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব শীঘ্রই। আগামী মাসের মধ্যেই ইউপিএসসি সহ বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শূন্য পদ রয়েছে প্রচুর।

এই বিষয়টি শুক্রবার রাজ্যসভায় উত্থাপিত হয়েছে। বিজেপি সাংসদ জি ভি এল নরসিমা রাও এই বিষয়টি রাজ্যসভায় উত্থাপন করেন। সরকারের কাছে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তার কথায় সরকার সাধারণ শ্রেণীর আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশকে সমাজের মূল স্রোতে সংযুক্ত করা কাজ করছে। ফলে তাদের জন্য যদি চাকরির বয়স বাড়ানো হয় তাহলে তারাও বেশ কিছু সুবিধা পাবে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে সরকার সংবিধান সংশোধন করে সাধারণ শ্রেণীর আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল।বর্তমানে এসসি, এসটি, ওবিসিদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়ে থাকে। সরকারি চাকরিতে এসসি, এসটিরা ৫ বছর ওবিসিরা ৩ বছর ছাড় পায়। সরকারি চাকরি পাওয়ার বয়স সীমা সাধারণ প্রার্থীদের জন্য ৩২বছর, ওবিসিদের জন্য ৩৫বছর , এসি-এসটিদের জন্য ৩৭ বছর নির্ধারণ করা রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here