ফের রাজ্যে নতুন করোনা আক্রান্ত! সংখ্যা দাঁড়াল ২২ জনে

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ মার্চ: রাজ্যে ফের নতুন আক্রান্তের হদিশ। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের।

রবিবার রাতে ৭৭ বছরের ওই বৃদ্ধকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই জ্বর-শ্বাসকষ্টের গুরুতর সমস্যা থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
গুরুতর শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথম থেকে তাঁকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়। বৃদ্ধের পরিস্থিতি বাড়াবাড়ি দেখে রবিবার রাতেই তার নমুনা পরীক্ষা পাঠানো হয়েছিল নাইসেডে। তারপরই নমুনা করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ব্যক্তির প্রবল শ্বাসকষ্ট রয়েছে। গত ২-৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। তাঁকে রাখা হয়েছ আইসোলেশন ওয়ার্ডে। জানা গিয়েছে, তিনি বড়বাজারে কাপড়ের ব্যবসায়ী। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here