“সেফ ড্রাইভ সেভ লাইফ” এর প্রচারে নব দম্পতি

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া , ১২ ডিসেম্বর: সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা নিয়ে এতদিন বিভিন্ন সংগঠন ও প্রশাসকে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, কিন্তু এবার শুধু প্রশাসনই নয় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে দুই নব দম্পতি।

সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা সকলের মুখে মুখে। কিন্তু তা মেনে চলার দৃষ্টান্ত সবাইকে তাক লাগিয়ে দিল শান্তিপুরের সুত্রাগড়ের পাপাই ঘোষ। পেশায় শাড়ির ব্যবসায়ী হলেও, শান্তিপুর থানা সহ বিভিন্ন সংস্থার হয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। সেটাই ফলপ্রসূ করলেন তার নিজের বিবাহে।
শান্তিপুরের কুটির পাড়া নিবাসী দিনবন্ধু ঘোষের জ্যেষ্ঠ কন্যার সাথে তার একমাত্র পুত্র পাপাইয়ের বিবাহ।
যথারীতি বরযাত্রী যাওয়ার সময় সকলেই হতবাক! প্রায় ৫০ টি মোটর বাইক নিয়ে এবং আরোহীর প্রত্যেকের হেলমেটের ব্যবস্থা।

ওদিকে পাত্রী জয়িতা দাস, সহ বাড়ির সকলে বরযাত্রী আসছে দেখে অবাক হয়ে যায়! একি! বর সহ সকলেই তো মোটর বাইকে। আজ সকালে নববধূ নিয়ে ফেরার সময় একই দৃশ্য। সোলার মুকুট এর বদলে হেলমেট।
নববধূ জয়িতার মতে “শুধু আমাকে সারপ্রাইজ দিল তাই নয়, সর্বসাধারণের সচেতনতাও বাড়লো। স্মৃতি হয়ে থাকল আমাদের বিবাহ।”

পাপাই ঘোষ জানান, “বিগত দিনে বেশ কিছু বন্ধুকে হারিয়েছি পথ দুর্ঘটনায়, মজার ছলে হলেও কিছু মানুষকে নিশ্চয়ই সচেতন করতে পেরেছি।”

প্রসঙ্গক্রমে, আজ শান্তিপুর দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচজন হাসপাতালে ভর্তি হন। সত্যি কি সচেতন করা সম্ভব হচ্ছে মানুষকে? প্রশ্ন থেকেই যায়। প্রচার নয়, অনুভব এবং বাস্তবে মেনে চলা এই দুইয়ের অস্তিত্ব সঙ্কট আজ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here