করোনার নতুন স্ট্রেন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার

আমাদের ভারত, ২৭ ডিসেম্বর:করোনার নতুন স্ট্রেন নিয়ে আবার নতুন করে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনা সুরক্ষা বিধি বিশ্বের সব দেশেই বহাল রয়েছে। তার মধ্যেই ব্রিটেনের নতুন স্ট্রেনের খবর প্রকাশ্যে আসতেই তা আরো কড়া হয়েছে বিধি। কোথাও জারি হয়েছে কারফিউ কোথাও বন্ধ হয়েছে বিমান ওঠানামা। এই পরিস্থিতিতে ভারতের জন্য বেশকিছু নীতি নির্ধারণ করলো সরকার।

শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আই সি এম আর করোনার নতুন স্ট্রেনের বিষয়ে একটি বৈঠকে বসে।
বৈঠকে স্থির হয় করোনার যে সুরক্ষা বিধি এখন দেশজুড়ে জারি রয়েছে তাতে এখনই বদল আনার কোন প্রয়োজন নেই। তবে নতুন স্ট্রেন ভারতে উদ্বেগ বাড়িয়েছে । ব্রিটেন থেকে বহু যাত্রী দেশে ফেরার পর এই উদ্বেগ আরো বেড়েছে। এই পরিস্থিতিতে নতুন প্রজাতির এই সংক্রমণ ঘটে কিভাবে তা ঠেকানো যাবে তা ঠিক করতে বৈঠকে বসে ছিল আইসিএমআর। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তত্ত্বাবধানে একটি টাস্কফোর্স গঠিত হয়েছে।

নতুন প্রজাতির এই করোনা ভাইরাসকে চিহ্নিত করতে জিনোমিক সার্ভেইল্যান্সের উপর জোর দেওয়া হচ্ছে ।ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তত্ত্বাবধানে গঠিত টাস্ক ফোর্স বৈঠকে বসে। সেখানে ঠিক হয় করোনাভাইরাসে এই নতুন স্ট্রেনকে চিহ্নিত করার জন্য নিয়মিত পরীক্ষা করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যারা করণা পজিটিভ হয়েছেন তাদের পাঁচ শতাংশের স্যাম্পল নিয়ে জিনোম সিকোয়েন্স করা হবে।

সরকার জানিয়েছে করোনার ভাইরাস ক্রমাগত মিউটেশন হচ্ছে। করণা সংক্রমণ ঠেকানোর জন্য যে নিয়মগুলি এখন বহাল রয়েছে নতুন স্ট্রেনের আতঙ্কের মধ্যেও সেগুলিকেই মেনে চলতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার মতো সুরক্ষা বিধি মেনে চলতেই হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here