লকডাউন নিয়ে মুদি, সবজি ও মাছ ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশিকা বালুরঘাটে, না জানলে আপনিও পড়তে পারেন বিপদে

আমাদের ভারত, বালুরঘাট, ২৫ মার্চ: লকডাউনের তৃতীয় দিনে মুদি ও সবজি ব্যবসায়ীদের বাগে আনতে নতুন নিয়ম বেঁধে দিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার। জরুরি সামগ্রী কেনার নামে রাস্তার মোড়ে, বিভিন্ন দোকান ও বাজারগুলিতে সাধারণ মানুষের জমায়েত আটকাতে সময়সীমা বেঁধে দিল জেলা পুলিশ। প্রতিদিন সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্তই দোকান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। যার পর দোকান বন্ধ না হলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে জেলা পুলিশ।

বুধবার দুপুরে বালুরঘাট শহরের বেশকিছু এলাকা পরিদর্শন করে বাজারে গিয়ে জরুরি ভিত্তিতে খোলা দোকান ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত। কোনও ভাবেই যাতে দোকানে দোকানে মানুষের জমায়েত না হয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে ব্যবসাদারদের। উল্লেখ্য, করোনা রুখতে লকডাউনকেই একমাত্র পথ ধরে নির্দেশিকা জারি করে কেন্দ্র ও রাজ্য সরকার। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান স্বাভাবিক রাখতে সবজি, মাছ, মাংস, দুধ থেকে শুরু করে ওষুধের দোকান খুলে রাখার ছাড় দেওয়া হয়। কিন্তু সরকারের এই সুবিধাকে কাজে লাগিয়ে প্রতিদিন এই সব দোকানেই মানুষের ভিড় উপচে পড়ছে। যার ফলে সরকারের লকডাউনের আসল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। যে বিষয় উপলব্ধি করেই এদিন জেলা পুলিশ সুপার শহরের তহবাজার পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিয়েছেন ব্যবসায়ীদের।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, সবসময় দোকানগুলিতে মানুষের আনাগোনা লেগেই আছে। লকডাউনের মধ্যে এমনটা চলতে দেওয়া যাবে না। মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হলে ভিড় না করে সংগ্রহ করতে হবে। তবে দোকান সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্তই খোলা রাখা যাবে। তার বেশি হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here