আমাদের ভারত, ১০ ডিসেম্বর: বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে ২০০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন। নতুন সংসদ ভবন তৈরি হলে লোকসভা ও রাজ্যসভার সভাকক্ষের আয়তন অনেকটাই বেড়ে যাবে। এদিন শিলান্যাসের আগের ভূমির পুজো হয়। সব ধর্মের প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। নতুন সংসদ ভবন তৈরি করতে খরচ হবে ৯৭১ কোটি টাকা। নতুন ভবনে লোকসভায় বসতে পারবেন ৮৮৮ জন। রাজ্য সভায় বসার আসন থাকবে ৩৮৪ টি।
শিলান্যাসেরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পুরনো সংসদ ভবনে দেশের প্রয়োজন গুলো পূরণের জন্য কাজ হয়েছে। নতুন ভবনে ভারতের আকাঙ্ক্ষা পূরণ হবে। ইন্ডিয়া গেট এর আগে ন্যাশনাল মেমোরিয়াল যেমন রাষ্ট্রীয় তৈরি করেছে তেমনই সংসদের নতুন ভবন নতুন পরিচয় স্থাপন করবে। দেশের মানুষ নতুন সংসদ ভবন দেখে গর্ববোধ করবে। স্বাধীন ভারতের ৭৫ বছরপূর্তিতে এই নতুন সংসদ ভবন তৈরি করা হচ্ছে।
নতুন সংসদ ভবনটি তৈরি করছে টাটা গ্রুপ। নতুন ভবনে লোকসভার আয়তন হবে বর্তমানের আয়তনের তিনগুণ। ভবনের অন্দরসজ্জায় রাখা হবে মিশ্র ভারতীয় সংস্কৃতির ছাপ। থাকবে সাংবিধানিক গ্যালারি। ইকো ফ্রেন্ডলি হিসেবে গড়ে তোলা হবে গোটা ভবনটি। ভেতরে অডিও ভিসুয়্যাল সিস্টেম হবে আন্তর্জাতিক মানের। গোটা ভবনটি হবে ভূমিকম্প প্রতিরোধক। ভবনে থাকবে ছটি প্রবেশদ্বার। একটি হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য, অন্যগুলি হবে লোকসভা স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, সাংসদ ও সাধারণ দর্শকদের জন্য। গোটা ভবনটি হবে চারতলা বিশিষ্ট। তার মধ্যে একটি তালা থাকবে মাটির নিচে।