ধর্ষণের শাস্তি রাসায়নিক লিঙ্গচ্ছেদ, নতুন আইন আনছে পাক সরকার

আমাদের ভারত, ২৫ নভেম্বর:পাকিস্তানের ধর্ষণের ঘটনা ক্রমেই বাড়ছে। সংখ্যালুঘুদের ওপর অত্যাচার বাড়ছে। এই পরিস্থিতিতে ধর্ষণের মতো অপরাধে আটকাতে ধর্ষকদের রাসায়নিক লিঙ্গোচ্ছেদ আইন প্রণয়ন ও যৌন নিগ্রহ মামলায় দ্রুত শুনানির অনুমোদন দিল ইমরান সরকার।

জানা গেছে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবেরা সায়নিকভাবে লিঙ্গচ্ছেদ এর পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলে ইমরান খানের ক্যাবিনেটের অনেকে। শাসকদলের সদস্য ফাইজুল জাভেদ খান জানান শীঘ্রই লিঙ্গচ্ছেদ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করা হবে। যদিও সরকারিভাবে কিছুই ঘোষণা করেনি পাক সরকার।

একই সঙ্গে পাক পুলিশে বেশি সংখ্যক মহিলা নিয়োগ, ফার্স্ট ট্রাকিং কোড বসানো, সাক্ষীর নিরাপত্তা বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ইমরান সরকার। তিনি বলেছেন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এটা কর্তব্য। এই বিষয়ে কোনো গাফিলতি তিনি সহ্য করবেন না। আইন দ্রুত পাস হলে কড়াভাবে তা প্রয়োগ করা হবে বলেও বলেছেন ইমরান।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, নির্যাতিতা ও তার পরিবারের সুরক্ষার জন্য তাদের পরিচয় গোপন রাখার দায়িত্ব নেবে সরকার, যাতে তারা নির্ভয়ে তারা অভিযোগ দায়ের করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *