কড়া আইন আসছে ! ট্রাফিক বিধি ভাঙলেই এবার দায়ের হবে এফআইআর

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: ট্রাফিক আইন ভাঙলে শুধু জরিমানা করেই আর কাউকে ছেড়ে দেওয়া হবে না। এবার আসছে কড়া আইন। গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে নতুন আইন আনছে কেন্দ্র। সেই আইনে ট্রাফিক বিধি ভাঙলেই এফআইআর দায়ের করা হবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি।

গাজিয়াবাদের দাসনায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, খুব তাড়াতাড়ি হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর স্পিড লিমিট নিয়ে নতুন আইন আসছে। সেই আইন ভাঙলেই সেটা রাস্তার ধারে লাগানো ক্যামেরায় ধরা পড়ে যাবে। আর অপরাধ প্রমাণ হলে চালকের বিরুদ্ধে শুধু ফাইন বা জরিমানা নয় এবার থেকে এফআইআর দায়ের হবে। নীতিন গড়করি গাজিয়াবাদের দাসনায় একটি ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের কন্ট্রোলরুম উদ্বোধন করতে গিয়েছিলেন। জাপানের সঙ্গে সমন্বয় করে অতি আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে কন্ট্রোল রুম। দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে এই কন্ট্রোলরুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন দেশের রাস্তাঘাট আরও উন্নত হওয়া প্রয়োজন। প্রতিবছর প্রায় ৫ লক্ষ পথ দুর্ঘটনা ঘটে, যাতে প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে অত্যাধুনিক কন্ট্রোল রুমের ভূমিকা অপরিসীম।

নীতিন গড়করি জানান আগামী পাঁচ বছরের মধ্যে উত্তরপ্রদেশের রাস্তাঘাট আমেরিকা-ইউরোপের মত হয়ে যাবে। দিল্লী লখনউ এক্সপ্রেসওয়ে হতে চলেছেতেমনি আধুনিক প্রযুক্তি সহকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *