কলকাতায় সার্ভে পার্কে নয়া মহিলা থানা

আমাদের ভারত, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: মহিলাদের ক্ষেত্রে নানা ধরণের অবিচারের অভিযোগ বাড়ছে। আন্তর্জাতিক নারী দিবসের সপ্তাহ দুই আগে বুধবার দক্ষিণ কলকাতায় সার্ভে পার্কে পৃথক মহিলা থানার যাত্রা শুরু হল।

শহরের নবম সর্ব-মহিলা থানা এটি। ৩১ জন কর্মী, একজন পরিদর্শক, পাঁচজন সাব-ইন্সপেক্টর, পাঁচজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং বাকি কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারদের নিয়ে শুরু হল এই থানা। পুলিশের এক আধিকারিক জানান, এতদিন কলকাতা পুলিশের পূর্ব বিভাগই একমাত্র যার অধীনে একটি-ও মহিলা থানা ছিল না। ‘পঞ্চসায়ার এবং প্রগতি ময়দানের মধ্যে বসবাসকারীরা এখন লালবাজারে না গিয়ে পরিবর্তে এই থানায় যেতে পারেন। বিশেষ ধরণের কিছু অপরাধ নিয়ে মহিলারা সাধারণত মহিলা পুলিশদের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাই এই উদ্যোগ।” উদ্দেশ্য হল নির্যাতিতাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, যাতে তাঁরা তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ আরও বেশি করে জানাতে পারেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ৬৫ টি মহিলা থানা তৈরির কথা ঘোষণা করেছিলেন। প্রথমটি তৈরি হয় আসানসোলে ২০১২ সালে, কলকাতায় এই প্রতিশ্রুতি ২০১৮ সালে পূর্ণ হয়। তখন রাজ্য মন্ত্রিসভা টালিগঞ্জ, ওয়াটগঞ্জ, পাটুলি এবং আমহার্স্ট স্ট্রিটে চারটি মহিলা থানার অনুমোদন দিয়েছিল। পরবর্তীকালে, আরও চারটি মহিলা থানা খোলা হয় বেহালা, তালতলা, টালিগঞ্জ ও কাড়েয়ায়।

নয়া সার্ভে পার্ক মহিলা থানার ওসি ইনস্পেক্টর অনামিকা চক্রবর্তী। লি মেমোরিয়াল এবং বঙ্গবাসী কলেজের প্রাক্তনী অনামিকা ২০০৯ সালে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের কাজে যোগ দেন। ১৩ বছর বিভিন্ন ধরণের কাজে অভিজ্ঞতা সঞ্চয়ের পর একটি থানার পূর্ণ দায়িত্বে এলেন। ইএম বাইপাসের পাশে হাইল্যান্ড পার্কে সার্ভে পার্ক থানাভবনেই শুরু হয়েছে এই মহিলা থানা। সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে নানা ধরণের আবাসন ও বহুতল। বাড়ছে লোকসংখ্যাও। চাপ বাড়ছিল সার্ভে পার্ক থানার। এই মহিলা থানা তাই পুলিশ এবং এলাকাবাসীর সহায়ক হবে বলে অনেকের ধারণা।

প্রসঙ্গত, মঙ্গলবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন মঞ্চ থেকে ইস্ট ডিভিশনের অন্তর্গত নবনির্মিত সার্ভে পার্ক মহিলা থানার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত কুমার গোয়েল, অতিরিক্ত কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, যুগ্ম কমিশনার (আধুনিকীকরণ) শঙ্খশুভ্র চক্রবর্তী, ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার গৌরব লাল, সার্ভে পার্ক মহিলা থানার ওসি ইনস্পেক্টর অনামিকা চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট অতিথি। সঙ্গে সামাজিক মাধ্যমে কলকাতা পুলিশের পেজে দেওয়া উদ্বোধনী অনুষ্ঠানের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *