
সাথী দাস, পুরুলিয়া,৭ জুন:সদ্য দলে যোগদানকারীদের বিজেপির পতাকা হাতে দিয়ে কোভিড ১৯ সংগ্রামে যুক্ত হওয়ায় কথা বললেন পুরুলিয়ার বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।
আজ পুরুলিয়া শহরে আদিবাসী সম্প্রদায় থেকে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করল। দুলমিতে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি। তিনি দাবি করে বলেন, ‘বিশ্ব মহামারি করোনা আবহাওয়াতেও বিজেপি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার উৎসাহ দেখা যাচ্ছে। আমরা যোগদানকারীদের এই পরিস্থিতিতে দলে নিতে চাইছিলাম না। কিন্তু অদম্য জেদ ও বিজেপির প্রতি তাঁদের ভালোবাসা দেখে আজকেই দলের সদস্য করতে বাধ্য হলাম।’
ওই যোগদান অনুষ্ঠানে পুরুলিয়া শহর (দক্ষিণ) মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।