
স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ মে: গরিব আর্তমানুষের পাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ পৌর এলাকার প্রায় ৫০০ মানুষের হাতে বিনামূল্যে সব্জী, ডিম এবং মশলা তুলে দেওয়া হয়। বিনা মূল্যে ১৮ ধরনের সব্জী পাওয়ায় খুশী এলাকার মানুষ।
বর্তমান পরিস্থিতিতে আর্তমানুষের পাশে দাড়িয়েছে বামপন্থী বিভন্ন সংগঠন। ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জেলায় একাধিক জায়গায় চলছেন কমিউনিটি কিচেন। সেখানে পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে।একইভাবে বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলার সমস্ত ব্লকে দুঃস্থমানুষদের হাতে বিনা পয়সা সব্জী তুলে দিচ্ছেন। আজ রায়গঞ্জ উকিলপাড়ায় ইনষ্টিটিউট মঞ্চের পাশে বিনা মূল্যে সব্জী বাজারের আয়োজন করেছিল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির পক্ষ থেকে প্রায় ৫০০ মানুষের হাতে সব্জী, ডিম এবং বিভিন্ন মশলা তুলে দেওয়া হয়।
সংগঠনের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, জেলার ১৭ টি সার্কেলেই এই সব্জী বাজার চলছে। প্রাথমিক শিক্ষকদের সাহায্যে এই বাজার চলছে। রায়গঞ্জ পৌর এলাকার বাসিন্দা লালু পাশওয়ান জানিয়েছেন, লকডাউনে কাজকর্ম না থাকায় তারা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন। আজ তারা বিনা পয়সায় সব্জী, ডিম এবং মশলা হাতে পাওয়ায় খুশী।