নির্ভয়া কান্ডে চার অভিযুক্তকে ২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ

আমাদের ভারত,৭ জানুয়ারি:দীর্ঘ সাত বছর লড়াই করার পর নির্ভয়া ধর্ষণ কান্ডে ফাঁসির আদেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২২ জানুয়ারি সকালে চার অভিযুক্তকে সকাল সাতটায় ফাঁসি দেওয়ার নির্দেশ দিল আদালত।

পবন গুপ্ত, মুকেশ সিং,বিনয় শর্মা, অক্ষয় কুমার সিংকে যত দ্রুত সম্ভব দোষীদের ফাঁসি কার্যকর করতে পাতিয়ালা হাউসে আর্জি জানান নির্ভয়ার পরিবার। দোষীদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আর্জি করেছিলেন নির্ভয়ার বাবা মা, ১৮ ডিসেম্বর এই আবেদনের শুনানি শুরু হলে তার ৭ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত করেছিল আদালত। সেইমত এদিন রায় ঘোষণা শুরু হয়।
২০১২-র ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে বাসে ২৩ বছরের তরুণীকে গণধর্ষণ করে এই চারজন।নির্ভয়া ও তার বন্ধুর উপর নৃশংস অত্যাচার চালায় তারা। এই মামলায় সুপ্রিম কোর্ট এই চারজনকে আগেই ফাঁসির সাজা শুনিয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here