সাবধান! বিপদে পড়লে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া “নির্ভয়া হেল্পলাইন” নম্বরটি কিন্তু অচল

আমাদের ভারত, ৩০ নভেম্বর: সোশ্যাল মিডিয়ায় পাওয়া নির্ভয়া হেল্পলাইন বিপদের সময় কোন কাজেই লাগবে না। তাই তার ভরসা না করাই ভালো। ভরসা করলে ঠকে যাবেন। মহিলাদের নিরাপত্তার জন্য নির্ভয় হেল্পলাইন চালু হয়েছে বলে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে ক্রমাগত একটি নম্বর ( ৯৮৩৩৩১২২২২) শেয়ার হচ্ছে। কিন্তু তদন্ত করে দেখা গেছে এই নম্বরটি চার বছর আগেকার। যা বর্তমানে একেবারে অচল।আর যখন এই নম্বরটি চালু হয়েছিল তখন সেটি শুধুমাত্র মুম্বাইতেই কার্যকরী ছিল।

হায়দ্রাবাদের ধর্ষিতা পশুচিকিৎসকের পোড়া দেহ উদ্ধার হওয়ার পর থেকেই নির্ভয়া হেল্পলাইন চালু হয়েছে। সেই প্রচার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একরকম ভাইরাল হয়ে গেছে এই নম্বর।সকলেই নিজের স্ত্রী, মেয়ে ,বোন, মা, বন্ধুবান্ধবী, অপরিচিত মহিলাদের এই নম্বরটি শেয়ারও করতে বলছেন।

কিন্তু একটি অনলাইন সংবাদ মাধ্যম তদন্ত করে জানিয়েছে ওই নির্ভয়া হেল্পলাইন নম্বরটি রেল পুলিশ চালু করেছিল ৪ বছর আগে। তাও শুধুমাত্র মুম্বাই শহরের জন্য মুম্বাইয়ের মহিলা রেল যাত্রীদের জন্য। তারা বিপদে পড়লে নিরাপত্তা প্রয়োজন মনে করলে ওই মোবাইল নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। ২৪ ঘন্টা চালু থাকার কথা ছিল ওই নম্বর। কিন্তু তদন্তে দেখা গেছে এই নম্বরটি আর চালু নেই। হোয়াটস্যাপ মেসেজ পাঠালেও ওই নম্বরে পৌঁছাচ্ছে না। নম্বরটি ২০১৮-র ১ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হয়ে গেছে। এখন মুম্বাই রেল পুলিশের তরফে মহিলাদের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপের অন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বর গুলি হলো,৯৫৯৪৮৯৯৯৯১ ও ৮৪২৫০৯৯৯৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *