রাজেন রায়, কলকাতা, ১৬ জুন: করোনা এবার আঘাত হানল রাজ্যের বিধানসভার অন্দরেও। করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হলেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। উপসর্গ না থাকলেও শরীর সামান্য খারাপ হওয়ায় প্রথম বার টেস্টের পর তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তাই কাল বিলম্ব না করে তড়িঘড়ি তিনি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সূত্রের খবর সেখানেই দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য লালা রস সংগ্রহ করা হবে। বর্তমানে তিনি ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রের খবর, বেশ কিছুদিন আগে তাঁর পুত্রের শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। প্রায় সপ্তাহ খানেক ধরে মেডিকাতে ভর্তি সে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। এর মধ্যেই সোমবার নির্মল বাবুর শরীর হালকা খারাপ লাগার কারণে তাঁরও নমুনা পরীক্ষা করা হয়। রাতে সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কোনও রকম উপসর্গ নেই তাঁর শরীরে। তবুও উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালেই রাখা হবে বলে জানা গেছে। এদিকে বাড়ির বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করা হলেও সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।