মেরুদণ্ডহীন! সাহস থাকলে অন্য ধর্ম নিয়ে এই ধরনের কথা বলে দেখান, সনাতন বিতর্কে স্ট্যালিন পুত্রকে চ্যালেঞ্জ নির্মলা সীতারামণের

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: সনাতন ধর্মের বিতর্কে এবার ময়দানে নামলেন দক্ষিণ ভারতের বিজেপির অন্যতম বড় মুখ নির্মলা সীতারামণ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলেকে তার খোলা চ্যালেঞ্জ, “সাহস থাকলে অন্য ধর্ম নিয়ে এই ধরনের কথা বলে দেখান।”

সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় উদয়নিধিকে কার্যত তুলোধোনা করেছেন নির্মলা সীতারামন। তার বক্তব্য, “আপনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছেন তাতেই বলা আছে কারো ভাবাবেগে আঘাত করবেন না। সেটা যদি আমার নিজের মতাদর্শ নাও হয়, তাও অন্যের মান্যতাকে সম্মান করবেন। তাহলে সনাতন ধর্মকে ধ্বংস করার কথা কেন বললেন?”

অর্থমন্ত্রীর প্রশ্ন এই ধরনের মন্তব্য বারবার করা হলে, হিন্দু মন্দির রক্ষা করব কিভাবে? এরপরই উদয়নিধিকে নির্মলা সরাসরি তোপ দেগে বলেন, “এই ধরনের মানুষের মেরুদন্ড নেই। থাকলে অন্য ধর্ম নিয়ে এই কথা বলে দেখান।”

কয়েক দিন আগে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে ঝড় তুলেছেন এমকে স্ট্যালিনের ছেলে। সনাতন অ্যাবুলেশন কনফারেন্সে যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানে তিনি বলেন, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না, সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু মশা, ম্যালেরিয়া, কিংবা করোনার বিরোধিতা করি না, আমরা সেটা নির্মূল করি। ঠিক এভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। সনাতন শব্দটা এসেছে সংস্কৃত থেকে সাম্যের বিরুদ্ধে।

উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্ম নিয়ে করা মন্তব্য নিয়ে, দেশজুড়ে বিতর্ক শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এর প্রতিবাদ করছেন। প্রথমে তিনি নির্দেশ দিয়েছিলেন সনাতন ধর্মের বিরুদ্ধে এমন মন্তব্যকারীদের যোগ্য জবাব দিতে হবে। এরপরেই এক রাজনৈতিক সমাবেশেই তার বক্তব্য, ইন্ডিয়া জোটের গোপন অ্যাজেন্ডাই সনাতন ধর্মকে ধ্বংস করা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here