আমাদের ভারত, হাওড়া, ৮ এপ্রিল: করোনার আবহে দেশ জুড়ে যখন লক ডাউন চলছে এবং যখন হাওড়াকে একটি হট স্পট হিসাবে দেখানো হয়েছে তখন প্রশাসনের নাকের ডগাতেই সামাজিক দূরত্বের কোনো ধারই ধারে না হাওড়া সবজি বাজারের পাইকারী ব্যবসায়ীরা। গাড়িতে চেপে পাইকারি দরে সবজি কেনা বেচা করে ফিরে যাচ্ছে হাওড়ার বিভিন্ন প্রান্ত সহ অন্যত্র। লক ডাউনের ফলে কাজ না থাকায় অনেকেই সবজির ব্যবসা করতে নেমেছেন। ফলে হাওড়া সবজি বাজারে গাদাগাদি ভিড়। নেই কোনো সচেতনার বালাই।উদাসীন প্রশাসন এমনই অভিযোগ হাওড়াবাসীর।