
আমাদের ভারত, ১৬ মার্চ:গতকাল থেকেই জল্পনা ছিল করোনাকে ঢাল করে ফ্লোর টেস্ট পিছিয়ে দিতে চাইছেন কমল নাথ। সোমবার সকালে অধিবেশন শুরু হতেই শেষ জল্পনা সত্যি হল। আগামী ২৬ মার্চ পর্যন্ত স্থগিত মধ্যপ্রদেশ বিধানসভা অধিবেশন। অতএব আস্থা ভোট ও হবে ১০ দিন পর।
রাজ্যপালের ভাষণের পরই সরকার পক্ষের বিধায়করা বিধানসভায় চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাদের দাবি করোনার এই আতঙ্কের মধ্যে আস্থা ভোট অগণতান্ত্রিক। প্রথমে অধ্যক্ষ ১০ মিনিটের জন্য অধিবেশন স্থগিত করেন। পরে জানিয়ে দেন ২৬ মার্চ পর্যন্ত করোনার কারণে অধিবেশন স্থগিত থাকবে। অর্থাৎ ১০ দিনের জন্য পিছিয়ে গেল আস্থা ভোট।
বিস্তারিত আসছে