করোনা পরিস্থিতির জন্যই প্রধান অতিথি ছাড়াই হবে ২৬ জানুয়ারির অনুষ্ঠান

আমাদের ভারত, ১৪ জানুয়ারি:করোনা পরিস্থিতির জন্য ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কোন বিদেশি রাষ্ট্রনেতা উপস্থিত থাকবেন না। এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। প্রথম দিকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসার কথা শোনা গেলেও জানুয়ারির প্রথমেই লন্ডনের তরফে জানানো হয় বরিস জনসন আসছেন না।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠক করে বলেছেন, বিশ্বজুড়ে করো ষনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান অথবা সরকারি প্রধান হাজির থাকবেন না।”

এর আগে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত থাকবেন। ব্রিটেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই এই বিষয়ে বার্তা পাওয়া গিয়েছিল। কিন্তু ব্রিটেনে আবার করোনার নয়া স্ট্রেনের সংক্রমণ শুরু হতেই পরিস্থিতি পাল্টে যায়।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অফ দা কাউন্সিল চিকিৎসক চাঁদ নাগপল ইঙ্গিত দিয়েছিলেন করোনার নয়া স্ট্রেনের সংক্রমণের কারণেই বরিসের ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারিতে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়।

তবে এরপর শোনা গিয়েছিলো প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে দক্ষিণ আমেরিকার দ্বীপরাষ্ট্র সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ শান্তোখি আসতে পারেন। কিন্তু করোনা পরিস্থিতি সেই আশাতেও জল ঢাললো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here