জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ জুলাই: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ সভায় রাজ্য সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি না মানার অভিযোগ উঠেছে। প্রতিবাদসভাগুলিতে কোথাও সামাজিক দূরত্ব মেনে চলা কিংবা মাস্ক পরার নির্দেশ মানা হয়নি। অথচ সোমবারই জেলায় নতুন করে পাঁচ জনের করোনা আক্রান্তের খবর উল্লেখ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে।
মঙ্গলবার তৃণমূলের ছাত্র পরিষদের ডাকে গোপীবল্লভপুর বিক্ষোভ মিছিল হয়। সেই সঙ্গে হাতিবাড়ি মোড়ে অবস্থান-বিক্ষোভ করে ছাত্র পরিষদের কর্মীরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশেরই মাস্ক ছিল না। যে কয়েকজনের ছিল তাদের মাস্কগুলি গলার কাছে নামানো ছিল। এদিন জামবনি ব্লকের গিধনী এবং খাটখুরা রেল স্টেশনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই দুটি সভাতেও দেখা গেছে নেতা ও সমর্থকদের মধ্যে অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই।