কোনও বাম ডান নয়, মানুষকে বাঁচিয়ে রাখাই একমাত্র লক্ষ্য, বললেন বনগাঁর চেয়ারম্যান

সায়ন ঘোষ, বনগাঁ, ২৯ মার্চ: কোনও দল দেখে নয়, মানুষের পাশে থেকে কাজ করে যাব। মানুষের সুরক্ষার ও সুস্থ রাখাই আমার লক্ষ্য। রবিবার ভবঘুরেদের খাবার দিয়ে এমনই জানালেন বনগাঁ পৌরসভার চেয়ার ম্যান শঙ্কর আঢ্য। লকডাউনের পর দিন থেকেই তাঁর রাধাগোবিন্দ মন্দিরে প্রসাদের পাশাপাশি ভবঘুরেদের কথা মাথায় রেখে নিরামিশ ভাত, সব্জি রান্না করান। সেই সব খাবার নিজে হাতেই ভবঘুরেদের কাছে পৌছে দিচ্ছেন শঙ্করবাবু ও তাক্বর সহ কর্মীরা।

ইতিমধ্যে বনগাঁয় ৩২ হাজার পরিবারকে চাল ডাল আলু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি সাধারন মানুষকে ওষুধ, মাক্স সহ একাধিক সামগ্রী নিজের থেকেই দান করেছেন। তিনি বলেন, বনগাঁর মানুষ সুস্থ থাকলে আমিও ভালো থাকব। এখন কোনও দল নয়। মানুষকে সুস্থ রাখতে হবে। তিনি এদিন বার্তা দেন, যারা ভিন রাজ্যে থেকে বনগাঁ এসেছেন, তারা যাতে ঘরের বাইরে না বের হয়। ইতিমধ্যে কর্মীরা সেই দিকটা নজরে রাখছে। পাশাপাশি কেউ কোনও সমস্যায় পড়লে পৌরসভায় জানালেই পৌরকর্মীরা সমস্যার সমাধন করবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা প্রতিদিন এলাকায় বের হচ্ছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here