করোনা ভাইরাসের থেকে কোনো অংশে কম নয় মাদক

আমাদের ভারত, বেলদা, ৫ মার্চ: মাদক বিরোধী সচেতনতা শিবিরে মাদকদ্রব্যকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকার বাসিন্দা সাগর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরের বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষক দীপঙ্কর ত্রিপাঠি বলেন, করোনা ভাইরাস নিয়ে এখন সবাই আতঙ্কিত। কিন্তু এই মাদকদ্রব্য সেই ভাইরাসের থেকে কোনো অংশেই কম নয়। এটা আমাদের গ্রামেগঞ্জে অলিতে-গলিতে এমনকি পরিবারের মধ্যে ঢুকে গেছে। এই সর্বনাশ থেকে সমাজকে মুক্ত করতে এই শিবির একটি পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

সমবেত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে  তিনি আবেদন জানিয়ে বলেন, জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুবসমাজকে বাঁচান। মাদককে না বলুন। নো স্মোকিং জোন নামে ব্যানার ও হোডিং এর মাধ্যমে এদিন স্কুলের চারিদিক সাজিয়ে তোলা হয়। কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয়ে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয় এদিন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে এলাকার কিছু অভিভাবকও এতে অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে প্রধান আলোচক তথা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর অংশুমান মিশ্র এবং বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here