আর বিলম্ব নয়, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে ইন্টারভিউ শুরু আগামী সপ্তাহেই

রাজেন রায়, কলকাতা, ১৭ জুলাই: ৭ বছরের আটকে থাকা জটিলতা এবার দ্রুত সমাধান করতে চায় রাজ্য সরকার। সেই কারণে আগামী সপ্তাহ থেকেই আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ শুরু করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি জানিয়েছেন, ১৯ জুলাই, সোমবার থেকে ইন্টারভিউ শুরু হবে। কলকাতায় এসে সবাইকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ চলবে ৪ আগস্ট পর্যন্ত। কোথায় কীভাবে ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করতে হবে, তার হদিশ মিলবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।

পুজোর আগেই ১৪৩৩৯ জন শিক্ষককে রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হবে। আদালতের নির্দেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তৈরি স্কুলশিক্ষা দপ্তর। www.wbbpe.org ওয়েবসাইটে যাবতীয় তথ্য মিলবে। শিক্ষামন্ত্রী বলেন, “আদালতের নির্দেশে আমরা দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করব। আগামী বছর থেকে প্রতি বছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *