
আমাদের ভারত,২৪ মার্চ:শেষ পর্যন্ত করোনার কারণে ১০১ দিন পর ছত্রভঙ্গ হলো শাহিনবাগের আন্দোলন। রাজধানীতে লকডাউন হবার পর শাহিনবাগ থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিলো দিল্লি পুলিশ। বেশ কয়েকজন শাহিনবাগের আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আন্দোলনকারীরা শাহীনবাগ ছাড়তে রাজি না হওয়ায় পুলিশ শেষ পর্যন্ত বলপ্রয়োগ করতে বাধ্য হয়। বুলডোজার দিয়ে শাহিন বাগের আখড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
হাতেগোনা কয়েকজন মহিলা ছিল ঘটনাস্থলে। তবে যাবার আগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাদের আন্দোলন অটুট থাকবে সেই বার্তা দিতে তারা সেখানে তাদের চটি রেখে গেছেন। ১৪৪ ধারা অমান্য করায় পুলিশ ছয় জন মহিলা ও তিনজন পুরুষকে আটক করেছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, লকডাউন জারি হওয়ার পর আন্দোলনকারীদের শাহিনবাগ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা তা মানতে না চাইলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। আন্দোলন স্থল খালি করে দেওয়া হয়েছে। কয়েকজন আন্দোলনকারিকে আটক করা হয়েছে।
শাহিনবাগ খালি করার আগে ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জাফরাবাদ। সোমবার সকাল ছয়টা থেকে লকডাউন শুরু হয়েছে রাজধানীতে। চলবে ৩১ শে মার্চ পর্যন্ত।