বাজেটে নতুন কোনও দিশা নেই, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ ফেব্রুয়ারি:
কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার তিনি সাংবাদিকদের বলেন, এই বাজেট সাধারণ মানুষের জীবনের নতুন কোনও দিশা দেখাতে পারেনি। এই বাজেটের মধ্য দিয়ে মানুষকে প্রতারণা করা হয়েছে। ঋণে জর্জরিত কৃষকদের ঋণ কিভাবে মুকুব হবে তারও কোনও দিশা নেই অর্থমন্ত্রী নির্মলা সিতারামণের বাজেটে।

এলআইসি’র মত সরকারি প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে তীব্র ক্ষোভপ্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, যেখানে মানুষ টাকা রেখে ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তার স্বপ্ন দেখতো সেখানেও অন্ধকার। এই বাজেট কর্মসংস্থানের কোনও রাস্তা দেখাতে পারেনি। দেশবাসীর সামনে এই বাজেটের ফলে অন্ধকার নেমে আসবে বলে শনিবার কলকাতায় মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here