বনগাঁয় লকডাউন মানছেন না কেউ, ভিড় করে চলছে হাট-বাজার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৫ এপ্রিল: করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই নির্দেশ অমান্য চলছে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বিভিন্ন এলাকায়। সরকারের আইনের তোয়াক্কা না করেই চলছে হাট বাজার। এখানে সবই চলছে আগের মত। আইন শৃংখলা বাহিনীর এলাকায় টহল থাকলেও তাদের তোয়াক্কা করছে না গোপালনগরের মানুষ।

সরকারের পক্ষ থেকে প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাইরে বের হওয়া এবং সকল দোকান বন্ধ থাকবে বলা হয়েছে। শুধু ঔষধ, খাবার ও কাঁচাজার খোলা থাকার কথা। কিন্তু গোপালনগর হাটে নিয়মটা একেবারে উল্টো। রবিবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত দেখে মনে হবে লকডাউনের বাইরে রাখা হয়েছে হাটে আসা মানুষদের।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার ও হাটে মানুষের সমাগম ছিল স্বাভাবিক অন্য দিনের হাটবারের মতো।
সকাল থেকে বিশেষ করে গোপালনগরের কাঁচা বাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। হাটে মানুষের হুমড়ি খাওয়া ভিড় দেখে মনে হচ্ছে খাবার সামগ্রী কিনতে তারা মহা ব্যস্ত। বেশীর ভাগ ক্রেতাদের মুখে ছিল না মাস্ক।

স্থানীয় বিধায়ক বিশ্বজিত দাস বলেন, মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, পুলিশের ক্ষমতা নেই এই মানুষ গুলোকে সচেতন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *