
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ:
কলকাতায় কোনও করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। বুধবার কলকাতা পুরসভায় এইকথা জানান পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি বলেন, পুরসভার মেডিক্যাল অফিসারদের বলা হয়েছে মারণ রোগের উপসর্গ কোনও রোগীর মধ্যে পাওয়া গেলেই আমাদের জানাতে। তারপর আমরা তা রাজ্যের স্বাস্থ্য বিভাগকে অবগত করবো। কিন্তু এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগী কলকাতায় পাওয়া যায়নি।
শহরের কোনও বেসরকারি হাসপাতালও পাওয়া যায়নি। তবে যারা শহরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে প্রচার করছেন তারা অশিক্ষিত বলেও জানান অতীন ঘোষ। পাশাপাশি মারণ রোগ নিয়ে শহরের মানুষের আতঙ্কিত হবার কোনও কারণ নেই বলেও জানান স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ। কলকাতা পুরসভা মারণ রোগ নিয়ে সবরকম ব্যাবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।