রায়গঞ্জ থেকে কোনও বেসরকারি বাস চলবে না

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৭ জুলাই: করোনা সংক্রমণে লাগাম টানতে উত্তরবঙ্গের মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি সহ কয়েকটি শহরে পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছে সরকার। শহরগুলিতে টোটো, অটো সহ যানবাহন চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বেসরকারি বাস চালানো সম্ভব হবে না বলে জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর বাস এ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামানিক।

রায়গঞ্জ শহরে বাস চলবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। শিলিগুড়ির ক্ষেত্রে কুলিক ব্রিজের ওপারে, মালদার ক্ষেত্রে কসবা পেরিয়ে ও বালুরঘাট রুটে চন্ডীতলা অবধি গাড়ি রাখার অনুমতি মিলেছে। রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে এই স্থানগুলির দূরত্ব ৫ থেকে ৭ কিলোমিটার। প্লাবন বাবু বলেন, এইভাবে বাস চালাতে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আমাদের। তাছাড়া শহরে টোটো, অটো কিছুই চলবে না। যাত্রীরা শহর থেকে কীভাবে ঐ দূরবর্তী জায়গাগুলিতে যাবেন? পাশাপাশি মালদা ও শিলিগুড়ি শহরেও লকডাউনের কারনে বাস ঢুকতে পারবে না। এই পরিস্থিতিতে যাত্রী মিলবে না আমাদের। সবদিক বিবেচনা করেই বাস না চালানোর সিদ্ধান্ত নিতে চলেছি আমরা, বলে জানান উত্তর দিনাজপুর বাস এ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *