রাখি বন্ধন নয়, সচেতনতার বন্ধন! রাখির বদলে মাস্ক পরিয়ে পালন হল সংস্কৃতি দিবস

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ আগস্ট: রাখিবন্ধন উৎসব এবার সচেতনতার মাস্ক বন্ধনে রূপান্তরিত করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। হাতে রাখির বদলে সৌহার্দ্য আর ভাতৃত্বের বন্ধন ঘটাল মুখে সচেতনতার মাস্ক পরিয়ে দেওয়া মাধ্যমে। শুধু তাই নয় আজকের রাখি বন্ধন দিবসে পালন করল “সংস্কৃতি দিবস” হিসাবে।

রাজ্য সরকারের পাঠানো রাখিবন্ধন উৎসবের উপহারস্বরূপ “বাংলা আমার মা” মাস্ক বিতরণ করে রায়গঞ্জ পুরসভা পালন করল “সংস্কৃতি দিবস” হিসেবে।রায়গঞ্জ শহরের পুর এলাকার দশটি বাজারে আসা মানুষদের হাতে তুলে দেওয়া হল রাজ্য সরকারের “বাংলা আমার মা” মাস্ক। এবার করোনা আবহে রাখি পরাবার পরিবর্তে মুখে মাস্ক পরিয়ে করোনা সচেতনতার বার্তা দিলেন পুরসভার কাউন্সিলররা।

রাখিবন্ধনের সঙ্গে আমাদের দেশের সামাজিক আন্দোলনের ইতিহাস শতাধিক বছরের পুরনো। জাতিগত বিরোধের রাজনীতিকে পরাস্ত করতে এক সময় রাখি পরানোকে সামাজিক অভ্যুত্থানের চেহারা দেওয়া হয়। এবছর করোনা মহামারির সময়ে রাজ্য সরকার আজকের দিনটিকে “সংস্কৃতি দিবস” হিসেবে পালন করল। মাস্কবন্ধনের মধ্য দিয়ে রাজ্যের মানুষকে সচেতন করল। রাজ্য সরকারের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জ শহরের দেবীনগর, কলেজপাড়া, বন্দর, মোহনবাটি, গোশালা বাজার সহ দশটি বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের হাতে তুলে দিল বাংলা আমার মা লেখা মাস্ক। রাখিবন্ধন উৎসবে মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, প্রবীন কাউন্সিলর তপন দাস সহ রায়গঞ্জ পুরসভার কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *