
আমাদের ভারত,১৫ মার্চ:করোনার আতঙ্ক গ্রাস করেছে বিশ্বজুড়ে। ভারতেও ইতিমধ্যে করোনায় আক্রান্ত ১০৭ জন।তাই এবার পরিস্থিতি বিচার করে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন। এবার থেকে প্রকাশ্যে থুথু ফেললে হবে জরিমানা। গুজরাটের রাজ্য সরকার এমনটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
যেকোনো জায়গায় অর্থাৎ প্রকাশ্যে থুতু ফেললে জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে গুজরাট প্রশাসন। তবে এখনো পর্যন্ত গুজরাতে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু সাবধানের মার নেই। প্রশাসন রোগের প্রকোপ আটকাতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে।
গুজরাট সরকারের স্বাস্থ্য সচিব জানিয়েছেন আমরা প্রকাশ্যে থুথু ফেলার বিষয়টি আটকাতে শেষ কয়েক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম। এই বিষয়ে জেলাশাসক, পুরো প্রধানের সঙ্গে কথা হয়েছিল। তারপরই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এবার ঠিক করা হবে ঠিক কিভাবে জরিমানা করা হবে।
স্বাস্থ্য সচিব বলেন,১৮৯৭ সালের ইন্ডিয়ান এপিডেমিক অ্যাক্ট অনুসারে জেলাশাসক পুরো প্রশাসকদের হাতে একটি নির্দেশিকা পাঠিয়েছি আমরা। রোগ প্রতিরোধের জন্য তাদের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
এদিকে গুজরাট হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার থেকেই হাইকোর্ট ক্যাম্পাসেও সুরক্ষার তাগিদে একটি নির্দেশ জারি করা হয়েছে।সমস্ত সরকারি অনুষ্ঠান যেগুলোকে পিছিয়ে দেওয়া যায় সরকার সেগুলিকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরে করোনা সন্দেহ পরীক্ষা চলছে লাগাতার। তার মধ্যে ৭৭ জনকে করোনা সন্দেহে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে ৭২ জনের ফল নেগেটিভ এসেছে। তবুও সুরক্ষায় কোনরকম খামতি রাখতে চাইছে গুজরাট প্রশাসন।