দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিল উত্তর দিনাজপুর জেলা বিজেপির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ ডিসেম্বর: উত্তরকন্যা অভিযানে গুলিবিদ্ধ হয়ে বিজেপি কার্যকর্তা উলেন রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং তাঁর আত্মার শান্তি ও অক্ষয় স্বর্গলাভের জন্য মোমবাতি মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে বিজেপি কর্মী ও কার্যকর্তারা রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে দলের জেলা কার্যালয় থেকে মোমবাতি মিছিল শুরু করে এবং দেহশ্রী মোড়ে গিয়ে তা শেষ করা হয়।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, সোমবার বিজেপির যুব মোর্চার ডাকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে এরাজ্যের সত্তাধারি দল ও পুলিশ বিজেপি কর্মী ও কার্যকর্তাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে। অসংখ্যবার টিয়ারগ্যাস, যথেচ্ছ লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের জখম করেছে। এমনকি পুলিশ গুলি চালিয়ে উলেন রায় নামে এক বিজেপি কার্যকর্তাকে খুন করেছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গজুড়ে ১২ ঘন্টার বনধ পালন করা হয়েছে। এর পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যেয় রায়গঞ্জ শহরে শহিদ উলেন রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং তাঁর আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here