একদিনের কারফিউ নয়, কয়েদিনের লক ডাউন প্রয়োজন, বললেন অধীর চৌধুরী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ মার্চ:
একদিনের কারফিউ নয়, কয়েদিনের লক ডাউন করার কথা বললেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে শুধু একটা লম্বা ভাষণ দিলেন। তিনি শুধু রবিবার একদিনের জনতার কারফিউর কথা বললেন। বর্তমান অবস্থায় একদিনের জনতার কারফিউ যথেষ্ট নয়। প্রয়োজনে যেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে বেশি সময়ের জন্য লকডাউন জারি করতে পারতেন।

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণে কোনও রণকৌশল নেই বলে জানান বহরমপুরের কংগ্রেস সাংসদ। করোনার সঙ্গে যুদ্ধে সরকারের পরিকল্পনা করে নামা উচিত। কেন্দ্রীয় সরকারের সেই পরিকল্পনা নেই বলে জানান অধীর চৌধুরী। একদিনের জনতার কারফিউ করে কোনও লাভ নেই বলে দাবি করেন তিনি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকলে কখনই মারণ রোগের থাবা আটকানো সম্ভব হবে না বলে মনে করেন অধীর চৌধুরী। করোনার প্রভাব দেশে বৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেন বহরমপুরের সাংসদ। চীনের অবস্থা দেখেও কেন্দ্র কোনও ব্যাবস্থা নেয়নি। যার ফলে দেশে মারণ রোগ এত ছড়িয়েছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here