আমাদের ভারত, ১৪ জানুয়ারি: “পুরসভার ভোট অন্ততঃ ২ মাস পিছিয়ে না দেওয়াটা সরকারের সিদ্ধান্তহীনতার লক্ষণ।” ভোট পেছানো সম্পর্কে শুক্রবারের হাইকোর্টের নির্দেশের পর এই মন্তব্য করেন ‘পদ্মশ্রী’ চিকিৎসক অরুণোদয় মন্ডল।
এই সঙ্গে অরুণোদয়বাবু এই প্রতিবেদককে জানান, “একটি নির্বাচিত সরকারের আশু কর্তব্য এই করোনা অতিমারির মধ্যে মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। করোনার তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে সাগর মেলা ও পৌরসভার নির্বাচন করার মতো হঠকারী সিদ্ধান্ত গ্রহণের দায়ভার রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন এমনকি কলকাতা হাইকোর্টকেই নিতে হবে।”
করোনা পরিস্থিতির প্রেক্ষিতে এক মাসেরও বেশি পিছিয়ে গিয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন এবং দলের বেশ কয়েকটি জেলার সম্মেলনও। এই প্রসঙ্গেও অরুণোদয়বাবু বলেছেন, “এই মুহূর্তে যে কোনও রকম সমাবেশ না করাই উচিত। সিপিএমের সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাগত। ওই দলের মালদা জেলা সম্মেলন না পেছোনোর কথা হচ্ছে। ওটিও পিছিয়ে দেওয়া উচিত। আর, সব মিলিয়ে করোনা পরীক্ষা আরও বেশি হওয়া উচিত ছিল। এর গতি অনেক বাড়ানো দরকার।“