ফের নোট বন্দি! বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে আরবিআই, নোট বদলের দিনও জানালো ব্যাঙ্ক

আমাদের ভারত, ১৯ মে: বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবারের বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আরবিআই। একই সঙ্গে দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে ২০০০ টাকার নোট থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যেনো বদলে ফেলেন তারা।

একটি বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনো ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। অর্থাৎ ২০০০ টাকার নোটকে আপাতত বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে।

২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদী সরকার। সেবার ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল।যাকে ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। আবার ৭ বছরের মাথায় এবার ২০০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে।

আরবিআই জানিয়েছে, ২০১৬ সালের নোট বাতিলের সময় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোট ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির যোগান যথেষ্ট পরিমাণে রয়েছে, তাই ২০১৮-১৯ সালে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। বাজারে যত সংখ্যক ২০০০ টাকার নোট রয়েছে ২০১৭ সালের মার্চ মাসের আগে এর প্রায় ৮৯% ছাড়া হয়েছিল। বাজারে যে পরিমাণ ২০০০ এর নোট লেনদেন হচ্ছিল তার পরিমাণ ক্রমশই কমেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here