ফের হতে পারে নোটবন্দি! বাতিল হবে কি ২ হাজারের নোট, ব্যাংকের বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা

আমাদের ভারত,২৩ ফেব্রুয়ারি:চার বছর আগের নোট বন্দির ফলে রাতারাতি দেশজুড়ে বাতিল হয়ে গিয়েছিল ৫০০ টাকা ও ১ হাজার টাকার নোট। সেই সময়ে নতুন করে চালু হয়েছিল ২হাজার টাকার নোট। এবার সেই ২ হাজার টাকার নোট বাতিল হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। আশঙ্কা হচ্ছে আচমকাই নোট বাতিলের ঘোষণা হতে পারে।

কিন্তু কেন এই জল্পনা? সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক কর্তৃপক্ষে তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে আগামী ১ মার্চ থেকে ইন্ডিয়ান ব্যাংকের কোন এটিএম কাউন্টারের ২০০০ এর নোট আর পাওয়া যাবে না। প্রতিটি এটিএম কাউন্টারের ২০০০টাকার বদলে ২০০ টাকার নোটের সেন্সর লাগানোর কাজ চলছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এটিএমের যে ট্রেতে ২০০০ টাকা রাখার ব্যবস্থা ছিল সেখানে এবার থেকে ২০০ টাকা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে এটিএম থেকে ২০০০ টাকার নোট নিয়ে গ্রাহকরা খুচরোর জন্য সমস্যায় পড়েন। অনেকে স্থানীয় ব্যাংকের শাখা গুলিতে ভিড় করেন। এর ফলে ব্যাংকের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। আর সেই কারণেই ২০০০ টাকার নোট নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক।

ব্যাংক থেকে গ্রাহকদের বলা হয়েছে বড় মূল্যের এই নোট যতটা সম্ভব যেন না দেওয়া হয়। এই পরিস্থিতিতে আরো বেশি সংখ্যক ২০০ টাকার নোটের লেনদেনে জোর দিতে চান। তাই ১মার্চ থেকে ওই ব্যাংকের কোন এটিএমে ২০০০ টাকার নোট আর ভরা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *