রিষড়ায় সরস্বতী পুজোতেও এনআরসি ও সিএএ

আমাদের ভারত, হুগলী,২৯ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়
এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনের যে ডাক দিয়েছেন তার রেশ এসে পড়ল সরস্বতী পূজাতেও। রিষড়ার ৭ নম্বর ওয়ার্ডের সবুজ সাথী ক্লাবের ছোট ছোট ছেলেমেয়েরা মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলী দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে বলে, আমাদের দেশে যেভাবে কেন্দ্রীয় সরকার এনআরসি লাগু করে নাগরিকদের অস্তিত্ব বিপন্ন করার রাস্তা তৈরি করেছে, তিনি যেন এই অশুভ শক্তির বিনাশ করেন।
এদিনের অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ডাক দিয়েছেন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। তাই সরস্বতী পুজোর সকালে আমরা মায়ের কাছে এই এনআরসির বিরুদ্ধে যাতে মানুষ গর্জে ওঠেন সেই প্রার্থনা জানালাম।ছোট ছোট ছেলেরা যে পুজোর আয়োজন করেছে, তাতে সকাল থেকে এনআরসি এবং সিএএ বিরুদ্ধে নানা ধরনের পোস্টার নিয়ে মঞ্চে তারা উপস্থিত রয়েছে।

এবারের মঞ্চ সাজানো হয়েছে প্লাস্টিক বাদ দিয়ে। প্লাস্টিক বর্জনের যে বার্তা সারা দেশজুড়ে চলছে তারই প্রতিফলন স্বরূপ প্লাস্টিক মুক্ত মন্ডপ। কাগজ দিয়ে তৈরি মণ্ডপ এবং সেখানে নানা ধরনের পোস্টার এর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। কোথাও লেখা রয়েছে প্লাস্টিক বর্জন করুন অথবা লেখা রয়েছে একটি গাছ একটি প্রাণ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here