জন্মদিনের কেকের মধ্যে এনআরসির প্রতিবাদ ফুটে উঠল পুরুলিয়ায়

সাথী প্রামানিক, ৪ ফেব্রুয়ারি, পুরুলিয়া: জন্মদিনের কেকের মধ্যে এনআরসির প্রতিবাদ ফুটে উঠল পুরুলিয়ায়। প্রতিবাদের এমন অভিনবত্বে কৌতুহল জাগলো জেলার রাজনৈতিক মহলে। বুধবার তৃণমূল নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাতো তার জন্মদিন পালন করলেন। দলের সাংগঠনিক নেতাদের সঙ্গে নিয়েই কেক কেটে দিনটি উদযাপন করেন।

জন্মদিনের এই কেকের অভিনবত্ব নজরে আসে। নামের পাশে বড় বড় স্লোগান লেখা হয়। তাতে ‘নো এনআরসি নো সিএএ’ লেখা ছিল। এর কারণ হিসাবে হলধর বাবু জানান এনআরসি ও সিএএ আইনের প্রতিবাদ গোটা দেশে হচ্ছে। দলের নির্দেশ মতো বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। জন্মদিনে এটা আমার প্রতিবাদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here