উইমেন খ্রিস্টিয়ান কলেজে এনএসএস’এর সাত দিনের শিবির

আমাদের ভারত, ২২ মার্চ: বুধবার দক্ষিণ কলকাতার উইমেন খ্রিস্টিয়ান কলেজের সাতদিনের এনএসএস’এর বিশেষ শিবির শেষ হলো। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মূলত পার্শ্ববর্তী এলাকার শিশুদের শিক্ষামূলক উন্নয়নের বিভিন্ন কাজ এই শিবিরে করা হয়।

শিবিরের কার্যাবলী দেখতে উপস্থিত হয়ে হয়েছিলেন
এনএসএস’এর আঞ্চলিক প্রধান বিনয় কুমার। বিভিন্ন বিশিষ্ট বক্তাদের সাথে শেষ দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ পৈতৃক বাড়ির সেক্রেটারি স্বামী জ্ঞানোলোকানন্দ মহারাজ। স্বেচ্ছাসেবকদের তিনি সমাজসেবার মধ্যে দিয়ে আগামী দিনের সুনাগরিক হবার শিক্ষার পাঠে উদ্বুদ্ধ করেন।

কলেজের অধ্যক্ষ ডঃ অজন্তা পাল বলেন, দীর্ঘ পনেরো বছর ধরে এই কলেজ, এনএসএস শাখার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে সমাজসেবার কাজ করে আসছে। এনএসএস’এর প্রোগ্রাম অফিসার ডঃ সোমনাথ হাজরা এই শিবিরের সাথে যুক্ত সকল সহযোগীকে ধন্যবাদ জানান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here