নিশ্চিত মৃত্যুর হাত থেকে এক যুবককে বাঁচালো দিঘার নুলিয়ারা

আমাদের ভারত, দিঘা, ২ ফেব্রুয়ারি: আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে সমুদ্র থেকে উদ্ধার করল নুলিয়ারা।
একটি ট্রলারের কর্মীরা একটি যুবককে সমুদ্রে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাড়াতাড়ি নুলিয়া পাঠিয়ে যুবকটিকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে ছেলেটির নাম কৃষ্ণেন্দু ঘোষ (২৮)। বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া থানার ওল্ড হসপিটাল পাড়াতে। বাড়ির লোকের সঙ্গে গন্ডগোল করে সে দিঘা চলে আসে। আত্মহত্যার জন্য সে সমুদ্রে নেমেছিল। আজ সকালে দিঘা মোহনা ও সীহক গোলার মাঝে এক জায়গায় বিচে ব্যাগ পত্র রেখে যুবকটি সমুদ্রে নেমে যায়।

বারোটা নাগাদ মোহনার ৫০০ মিটার দূরে প্রথমে মহালক্ষ্মী ট্রলারের কর্মীরা এই যুবককে সমুদ্রের জলে ভাসতে দেখে। দিঘা মোহানা থানায় খবর দেয়। মোহনা থানার পুলিশকর্মী ও নুলিয়ারা জেটস্কির সাহায্যে গভীর সমুদ্র থেকে যুবকটিকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশের কাছে আগাম খবর ছিল কৃষ্ণেন্দু ঘোষ বাড়ি থেকে ঝগড়া করে দিঘায় চলে এসেছে। কৃষ্ণেন্দু মানসিক অবসাদগ্রস্ত। পুলিশ যখন নিখোঁজ ছেলের খোঁজে তদন্তে নামে ঠিক তখনই লঞ্চ কর্মীদের কাছ থেকে ফোন আসে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here