মহিলা ভোটারের সংখ্যা বাড়ল পুরুলিয়া জেলায়

সাথী দাস, পুরুলিয়া, ১৫ জানুয়ারি: মহিলা ভোটার বাড়ল পুরুলিয়ায়। সেই তথ্য উঠে এল জেলা প্রশাসনের দেওয়া সংযোজিত তালিকায়। আজ পুরুলিয়ার জেলা শাসক অভিজিৎ মুখার্জি সংশোধিত নতুন ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি জানান, নতুন ভোটার বেড়েছে ৫৯৫২৯ জন।জেলায় প্রতি ১ হাজার পুরুষ ভোটারদের অনুপাতে ৯৬৫ জন মহিলা রয়েছেন। যা আগে ছিল ৯৬০ জন। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে কাশীপুর কেন্দ্রে সব চেয়ে বেশি অর্থ্যাৎ প্রতি ১ হাজার জন পুরুষের মধ্যে মহিলা ভোটারের অনুপাত ৯৯১ জন রয়েছে। জেলায় পুরুষ ভোটার বেড়েছে ২৭৬১০ জন এবং মহিলা ভোটার বেড়েছে ৩১৯১৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে ৪ জন।

জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মোট ভোটার ২২৭৪৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১৫৭৬১৬ জন এবং মহিলা ভোটার ১১১৭১০৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন। বাড়তি ভোটারের বেশিরভাগই নতুন। কিছু পরিযায়ী শ্রমিক আছেন, যাঁরা লকডাউনের সময় ফিরে এসে আর যাননি। তাঁরা এখানে ভোটার তালিকায় নাম তুলেছেন।

আজ এই বিষয় নিয়ে একটি সর্ব দলীয় বৈঠক করেন জেলাশাসক। জেলার প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here